গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি""
চট্টগ্রাম, ৩ মে:বিশ্ব প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন—"গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়িত হলে দেশে গণমাধ্যমের জগতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তখন আর কোনো ফ্যাসিবাদী শক্তি গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।"
চেরাগচী পাহাড়ের এক মিলনায়তনে আয়োজিত ‘অধিকারের মুক্ত গণমাধ্যম দিবস’ সভায় সভাপতিত্ব করেন অধিকারের ডিফেন্ডার আব্দুল্লাহ মজুমদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন: জাফর ইকবাল, ব্যাংকার কাজী জসিম, ইঞ্জিনিয়ার মুবিন, রাজনীতিক সাথী উদয়, কুসুম বড়ুয়া, রাফসান জানি, সারোয়ার মঞ্জু, মো. জিয়া উদ্দিন, মো. শাহীন, জিতেন বড়ুয়া, ইকবাল, রাইসা হাসান, মীর বরকত, জাবেদ রেজা, রোজিনা, হাবিবুল আক্কাস এবং ইব্রাহিম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. কামাল উদ্দিন বলেন: “আজ কথা বলতে গিয়েও হৃদয়ে কষ্ট হয়। কারণ এখন কলম সৈনিকদের হাতে আর সেই স্বাধীন কলম নেই। কলম এক সময় ছিলো সৃষ্টির শ্রেষ্ঠ উপহার—যা মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। কিন্তু এখন সেই কলম অনেকের হাতে বন্দি বা নিষ্ক্রিয় হয়ে গেছে।” তিনি আরও বলেন, “বর্তমানে সংবাদপত্র পরিচালিত হচ্ছে পুঁজির, রাজনীতির ও কর্পোরেট স্বার্থের দ্বারা। ফলে সাংবাদিকরা সত্য জানলেও লিখতে পারেন না। প্রকাশিত সংবাদ হয় অনেক সময় বিকৃত, নিয়ন্ত্রিত বা ক্ষমতার স্বার্থে সম্পাদিত।”
দেশের রাজনৈতিক সংকট নিয়েও তিনি বলেন, “আজ দেশ গভীর রাজনৈতিক সংকটে। শুধু নির্বাচন করলেই গণতন্ত্র আসে না। জাতীয় নাগরিক কমিটি যথার্থ বলেছে—অবিলম্বে নয়, সময়মতো ও প্রস্তুতি নিয়ে নির্বাচন হওয়া উচিত। কারণ, আমরা এখনো যোগ্য ভোটার হতে পারিনি—তাহলে যোগ্য প্রার্থী নির্বাচন করবো কীভাবে?”সভায় বক্তারা বলেন—গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করা হলে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা ও স্বাধীনতা একযোগে ফিরে আসবে।
সমাপ্তি বার্তায় বক্তারা একসুরে বলেন:
“ফ্যাসিবাদমুক্ত একটি দেশে সত্য ও বিবেকের ভিত্তিতে সাংবাদিকতা চর্চা হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকতার স্বাধীনতা থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com