মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে আনোয়ারায় বিক্ষোভ ও সড়ক অবরোধ,
নির্যাতনের পর পুলিশ হেফাজতে মৃত্যু, প্রশাসনের নিরবতায় ক্ষোভে ফেটে পড়লো জনগণ
গাজীপুরে সাবেক ছাত্রসেনা নেতা ও মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় কয়েক ঘণ্টার জন্য আঞ্চলিক সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী। যৌথভাবে সঞ্চালনা করেন যুবনেতা মনিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন।
‘রাষ্ট্র শক্তিশালী না কি অপরাধী?’: বক্তারা
বক্তারা অভিযোগ করেন,
“একজন নিরপরাধ আলেম, সমাজের আদর্শ মানুষ—মাওলানা রইস উদ্দিনকে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব গঠন করে নির্মমভাবে মারধর করা হয়। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়, কিন্তু প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এবং সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়।”
তারা বলেন, এই ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে থাকা অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যূনতম বিচার চাওয়ার অধিকার থেকেও মাওলানা রইস উদ্দিনকে বঞ্চিত করা হয়েছে।
‘প্রমাণ থাকা সত্ত্বেও মামলা না নেওয়া মানবাধিকারের লঙ্ঘন’
বক্তারা দাবি করেন,
“সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও ভিডিও সাক্ষ্য থাকা সত্ত্বেও পুলিশ এখনো কোনো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং নির্যাতনের শিকার ব্যক্তির পক্ষে মামলা নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এটা শুধু আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন করে বৈষম্য সৃষ্টি করারও একটি বিপজ্জনক বার্তা।”
বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“যদি প্রশাসন বিচার নিয়ে গড়িমসি করে কিংবা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে, তাহলে সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে বাংলাদেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচিও ঘোষণা করা হবে।”
উল্লেখযোগ্য উপস্থিতি ও সংহতি প্রকাশ
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন:
অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, মাষ্টার আবুল হোসেন, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, কাজী শাকের আহমেদ, ডিএম জাহাঙ্গীর, মাষ্টার আবদুল হালিম, মাওলানা আহমদ নুর, জি. এম শাহাদত হোসাইন, মাওলানা এনাম রেজা কাদেরী, মুখতার আহমদ রেজভী, অধ্যাপক আশেকুর রহমান, হাফেজ আবদুর রহিম, নাজিম উদ্দিন, ফিরোজ মিয়া, শওকত আজিজ, মাওলানা ইদ্রিস, এনামুল হক এনাম, মোহাম্মদ সিটু, সিরাজুম মুনির, মোরশেদ আলম মুন্সী, মাওলানা মুফিজুর রহমান, ছাত্রনেতা ওসমানসহ আরও অনেকে।
ঘটনার পটভূমি
গত ২৭ এপ্রিল সকাল ১০টার দিকে গাজীপুরের একটি মসজিদে ইমামের কক্ষ থেকে মাওলানা রইস উদ্দিনকে ডেকে নিয়ে যায় একটি উগ্র জনতা। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন ও হামলার শিকার করা হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসা না করিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একইদিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com