“আলোকোজ্জ্বল স্বপ্নের সেতুবন্ধনে এক ঐতিহাসিক মুহূর্ত: ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর—বোয়ালখালীবাসীর পক্ষ থেকে রবিউলের আগাম স্বাগত ও প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা”
স্বপ্ন যখন নিছক কল্পনা থেকে জেগে ওঠে জাগরণে, তখন তা ব্যক্তির গণ্ডি পেরিয়ে এক জাতির অহংকারে রূপ নেয়। দক্ষিণ চট্টগ্রামের অগণিত মানুষের প্রাণের আর্তি— “কালুরঘাটে একটি নতুন সেতু চাই”—সেই বহুদিনের প্রতীক্ষিত উচ্চারণ যেন আজ নতুন আলোয় উদ্ভাসিত। কারণ, আমাদের শ্রদ্ধেয় নোবেলজয়ী, মানবতার আলোকদূত, বিশ্বশান্তির প্রতীক ড. মোহাম্মদ ইউনূস পদার্পণ করেছেন এই জনপদে। তাঁর আগমন কেবল একটি শুভ মুহূর্ত নয়, বরং তা যেন একটি নব জাগরণের সঙ্কেত, একটি গণপ্রত্যাশার দীপ্ত অভিব্যক্তি।
বোয়ালখালীর গর্ব, উদ্যমী ব্যবসায়ী রবিউল হোসেন একটি ব্যানারে যে হৃদয়কথা উচ্চারণ করেছেন—“আজ থেকে আর কোনো কান্না নয়, না বলা হাসির সেকথা আজ আমরা গর্ব করে বলব”—তা যেন গোটা দক্ষিণ চট্টগ্রামের বুকে গুঞ্জরিত এক আশা-বাক্য। এই শব্দমালা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং তা দৃঢ় প্রত্যয়ের সংলাপ। সেই ব্যানারে ভেসে উঠেছে এক ঐতিহাসিক প্রতীক—পুরনো জরাজীর্ণ কালুরঘাট সেতুর পাশে একটি কল্পিত আধুনিক সেতুর চিত্র। একটিতে অতীতের ক্লান্তি, অন্যটিতে ভবিষ্যতের সম্ভাবনা। এই দুই ছবির মাঝে যেন এক সেতুবন্ধন—অতীতের ক্ষত মুছে গড়ে তোলার সংকল্প।
ড. ইউনূসের আগমন দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘকাল উপেক্ষিত যোগাযোগ ব্যবস্থার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের এক শক্তিশালী বার্তা। তিনি আমাদের শুধু স্বপ্ন দেখাননি, দিয়েছেন সাহস—স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তাঁর সাহচর্যে বোয়ালখালীর মানুষ এখন দাবি নয়, প্রস্তুতি নিচ্ছে; শুধু আকাঙ্ক্ষা নয়, নির্মাণের পথে যাত্রা শুরু করেছে। একটি নতুন কালুরঘাট সেতু—যা হবে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের প্রবেশদ্বার—এখন আর কল্পনা নয়, এটি একটি জীবন্ত প্রয়োজন।
এই প্রচারণা আত্মপ্রচারের নয়—এটি এক নির্মল কৃতজ্ঞতার উচ্চারণ।
সম্প্রতি বোয়ালখালীতে যে ব্যানার ও প্রচারপত্র প্রকাশিত হয়েছে, তা কোনো রাজনৈতিক অবস্থান বা ব্যক্তিগত প্রচারের হাতিয়ার নয়। এটি কেবল রবিউলের মতো
একজন সচেতন নাগরিকের দায়বদ্ধতার আলোকে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে ড. ইউনূস-এর প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও নির্ভেজাল কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তাঁর দক্ষিণ চট্টগ্রাম সফরের মুহূর্তটিকে আমরা হৃদয়ের দাবির সঙ্গে যুক্ত করেছি—“কালুরঘাটে একটি নতুন সেতু চাই”—এটি আমাদের প্রাণের আকাঙ্ক্ষা।
এই প্রচারণার পেছনে নেই কোনো বিভাজনের উদ্দেশ্য, বরং আছে একত্রিত হওয়ার আন্তরিক প্রচেষ্টা। ব্যানারে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন, সেই রবিউল হোসেনও এই উদ্যোগ নিয়েছেন একজন দায়বদ্ধ নাগরিক হিসেবে—নিজের নয়, বোয়ালখালীর স্বার্থকে সামনে রেখেই।
আমাদের বিনীত আহ্বান, কেউ যেন এই উদ্যোগকে ভিন্ন চোখে না দেখেন। এটি কোনো দলের, মতের বা মতবিরোধের প্রচার নয়; এটি নিঃস্বার্থ ভালোবাসা এবং মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক চেষ্টা।
ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্বপ্ন কখনোই বিভেদের নয়—এগুলি সেতুবন্ধন গড়ে, আলোকিত করে পথ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com