চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তেকোটায় বর্ষবরণ উপলক্ষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘তেকোটা প্রতিভা’র উদ্যোগে গত ১৪ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রভাতফেরি, ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সকালের প্রথম প্রহরে প্রভাতফেরি ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন বাংলা বছরের সূচনাকে স্বাগত জানানো হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত খেলাধুলায় ছিল দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, দড়ি টানাটানি ইত্যাদি। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে তেকোটা এলাকা ছিল প্রাণচঞ্চল।বিকেল ৩টায় ‘মঙ্গলশোভাযাত্রা’র মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। নানা রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঐতিহ্যবাহী পটচিত্র ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দঘন পরিবেশে শত শত মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার উদ্বোধন করেন ‘তেকোটা প্রতিভা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী।শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেকোটা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান অনুপম বড়ুয়া। সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণ সেন মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ধর্ম সেবাসদনের পরিচালক বিশ্ব মিত্র মহাথেরো এবং তেকোটা সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু।সভায় স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অরূপ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী কামনাশীষ বড়ুয়া, কো-চেয়ারম্যান প্রনব বড়ুয়া, তেকোটা প্রতিভার সভাপতি অপু বড়ুয়া এবং নারী সংগঠক সঞ্চিত বড়ুয়া।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত হতে পারে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শুভাশিস বড়ুয়া, প্রিয়রঞ্জন বড়ুয়া, সবুজ বড়ুয়া পিলু, জুয়েল বড়ুয়া, সুমল বড়ুয়া, প্রতাপ বড়ুয়া, শিপলু বড়ুয়া, রুবেল বড়ুয়া, স্বরূপ বড়ুয়া, সাথীপ্রিয় বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, আশীষ বড়ুয়া, রানা চৌধুরী, শোভন চৌধুরী, আকাশ বড়ুয়া প্রমুখ।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবহমান বাংলার লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।দিনব্যাপী আয়োজনে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে তেকোটা জুড়ে। সব বয়সী মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা অনুষ্ঠানটিকে সফল করে তোলে। আয়োজকরা জানান, প্রতিবছরই এভাবে নববর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত ও ঐতিহ্যের ধারক হিসেবে গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
এই আয়োজনে তেকোটা প্রতিভার সদস্য ও স্থানীয় তরুণদের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রয়াস উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বর্ষবরণ উপলক্ষে এমন আয়োজন নিয়মিত করা হবে বলেও জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com