চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর আজাদী বাজার এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ নাছিম-এর মোটরসাইকেল শো-রুমে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তার দোকানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, না দিলে হত্যার হুমকি দেয়। ঘটনার পর তিনি ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ নাছিম (৪৩) জানান, গত ২৯ মার্চ রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে, ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিতভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান "বাইক মেলা"-তে হামলা চালায়। তারা দোকানের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলাকারীরা নাছিমকে ঘিরে ধরে এবং বলেন, "৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, না হলে তোর ব্যবসা বন্ধ করে দেব। আমাদের কথা না শুনলে জানে মেরে ফেলব!"
হামলার একপর্যায়ে নাছিম প্রাণের ভয়ে কৌশলে সরে যান, কিন্তু তার কর্মচারীরা চরম আতঙ্কের মধ্যে পড়ে।
নাছিমের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন—
মোঃ তারেক রহমান (তারা), মোঃ সেলিম (ড্রাইভার), মোঃ আলী আজগর, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল হক (হক সাহেব), এমরান, সুজন এবং পরিচয় অজ্ঞাত আরও ১৫-২০ জন সন্ত্রাসী।
নাছিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানিয়েছেন, একটি সংগঠিত অপরাধী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন।
একজন ব্যবসায়ী বলেন, "আমরা প্রতিদিন ভয় নিয়ে ব্যবসা করি। চাঁদা না দিলে হামলার শিকার হতে হয়। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় ক্ষতি হয়ে যাবে।"
ভুক্তভোগী নাছিম বলেন, "আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। ওমানে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করছি। অথচ নিজের দেশে এসে ব্যবসা করাই দায় হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com