চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে দু’জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) রাত ৩টার দিকে চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।গ্রেপ্তার দু,জন হলেন – মোহরা পাঠান পাড়া এলাকার মোঃ আলীর ছেলে মোঃ মাইনুদ্দিন প্রঃ হাসান মাইনুদ্দিন (২৮) এবং কক্সবাজারের পেকুয়া শিলখালী এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ নোমান (২৫)।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী সদস্যকে গ্রেপ্তার করা হয়ে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com