লক্ষ্মীপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে একটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ জরিমানা আদায় করে। এসময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল আইসক্রিম জব্দ করে।জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে ২৩ মার্চ (রোববার) দুপুরে পিটিআই এলাকায় একটি আইসক্রিমের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।এসময় অবৈধ খাদ্যসামগ্রী, মেয়াদবিহীন আইসক্রিম এবং ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়। এসব অপরাধের জন্য খাদ্যস্থাপনাটির মালিক মোহাম্মদ আমির হোসাইনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর বিভিন্ন ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com