প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৯:১৩ পি.এম
কেশবপুরে নারী উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ

যশোরের কেশবপুরে নারী উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রকল্পের প্রশিক্ষক আমেনা খাতুন, হাসানুজ্জামান, খাদিজা খাতুন, রহিমা খাতুন, মিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং ও বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স বিভাগ থেকে প্রশিক্ষণ নেওয়া ৩০০ জন নারীকে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। এ ছাড়া ১০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত