লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় রাজধানী ঢাকা থেকে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়
বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে মঙ্গলবার লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্তর করে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com