চট্টগ্রাম, ১৫ মার্চ ২০২৫: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শান্তিনগর বাজার এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজকল্যাণ সংগঠনের নেতা হাজী মো. এমরান উদ্দিন (৫৭)। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলার ১৬/২০২৫,
ঘটনার বিবরণ-
ভুক্তভোগী এমরান উদ্দিনের অভিযোগ, গত ৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে তিনি ও তার বড় ভাই মো. আইয়ুব খান (৬০) শান্তিনগর বাজারে তাদের মালিকানাধীন ভবনের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে ফিরছিলেন। পথে মাস্টার ভিলা এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেক (৫৯), তার ছেলে ওমর ফারুক তারেক (২৩), মো. আইমন হোসেন (২০) এবং আরও কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে ১ নম্বর আসামি আব্দুল মালেক এমরান উদ্দিনের গলা চেপে ধরেন এবং তার ছেলে ওমর ফারুক তারেক লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। আত্মরক্ষায় তিনি মাথা সরিয়ে নিলে আঘাত গিয়ে লাগে তার নাকে, যার ফলে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ সময় আরও এক হামলাকারী ছুরি নিয়ে তার পেটে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তার ভাই আইয়ুব খান এবং পাশেই থাকা রিকশাচালক মো. পারভেজ (৪০) তাকে বাঁধা দেন। এতে হামলাকারীরা তাদেরও মারধর করে। একপর্যায়ে ৪ নম্বর আসামি তাহের (৪৫) এমরান উদ্দিনকে মাটিতে ফেলে মারধর করেন এবং ১ নম্বর আসামি আব্দুল মালেক তার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। হামলার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত এমরান উদ্দিন ও তার ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি মামলা দায়ের করতে থানায় যান।
পূর্ববিরোধ ও হামলার পেছনের কারণ-
বাদী এমরান উদ্দিন জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে শান্তিনগর সমাজকল্যাণ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকায় মাদক ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব থাকার কারণে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তার মতবিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হলেও তিনি আইনি ব্যবস্থা নেননি। তবে এই হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, "আমি সমাজের অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সরব ছিলাম। আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধী। তাদের অপকর্মে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তারা আমাকে হত্যার চেষ্টা চালায়।"
পুলিশের বক্তব্য-
এ ঘটনায় বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "ভুক্তভোগীর অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"
স্থানীয়দের প্রতিক্রিয়া-
এলাকাবাসীর মধ্যে এই হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, শান্তিনগর এলাকায় মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এসব অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। তবে এমরান উদ্দিন সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভবিষ্যৎ ব্যবস্থা ও দাবি-
ভুক্তভোগী ও তার পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কঠোরভাবে দমন করা হয় এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
# নিউজটি দৈনিক ভোরের আওয়াজ পত্রিকায় প্রকাশিত হচ্ছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com