আরার ইউনুস চাটগাঁইয়া পোয়া—প্রমাণ গইর্জি! চাটগাঁইয়া ভাষা, চাটগাঁইয়া সংস্কৃতি আর চাটগাঁইয়া মাটির শক্তি কতটুকু, এইডা নতুন কইরা বোঝানোর দরকার নাই। কিন্তু কিছু কিছু ঘটনা ইতিহাসে জায়গা কইরা নেয়, যা চাটগাঁইয়াদের অহংকার বাড়ায়। ড. মুহাম্মদ ইউনুস সেই রকম একজন চাটগাঁইয়া, যিনি জাতিসংঘের মহাসচিবকেও চাটগাঁইয়া পোয়া বানাই ফেলছেন!
গত পরশু কক্সবাজারে রোহিঙ্গাদের ইফতার মাহফিলে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে ড. মুহাম্মদ ইউনুস যে বক্তব্য দিছে, তা চাটগাঁইয়াদের জন্য গর্বের এক বিশাল মুহূর্ত। উনি রোহিঙ্গাদের চাটগাঁইয়া পোয়া কইরা উপস্থাপন করলো, আর সেই সাথে জাতিসংঘের মহাসচিবও যেন চাটগাঁইয়া ভাষার স্বাদ নিয়া ফেললো!
এই ঘটনা কিন্তু এমনে ঘটে নাই। আমি বিগত জাতীয় সংঘের অধিবেশনে তিনি যখন প্রথম একজন প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করার জন্য আমিরিকা যাচ্ছিল তখন আমি ড. ইউনুসকে একটা খোলা চিঠি লিখিছিলাম, যেখানে বলছিলাম, জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে তিনি যেন চাটগাঁইয়া ভাষায় বক্তব্য প্রদান করেন-তখন হয়তো সম্ভবত হয়নি কিন্তু - "স্যার, কক্সবাজারের রোহিঙ্গাদের ইফতার মাহফিলে জাতিসংঘের মহাসচিবের সামনে চাটগাঁইয়া ভাষায় বক্তব্য দিয়ে
ইতিহাস সৃষ্টি করেছে !" ইউনুস স্যার আমার অনুরোধ রাখছে মনে হয়—জাতিসংঘের মহাসচিবের সামনে উনি চাটগাঁইয়া ভাষায় বক্তব্য দিছে, আর তাতে রোহিঙ্গাদেরও ভাষার চাটগাঁইয়া পরিচিতি বিশ্ব দরবারে পৌঁছে গেছে!
জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক সংস্থার প্রধানের সামনে দাঁড়াইয়া চাটগাঁইয়া ভাষার বক্তব্য দিয়ে চাটগাঁইয়া
শক্তি দেখানো কোনো সাধারণ ঘটনা না। এইডা প্রমাণ করে, ইউনুস স্যার শুধু নোবেল বিজয়ী নই, উনি চাটগাঁইয়ার অহংকার!
এইডার জন্য আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেইকা ড. মুহাম্মদ ইউনুস স্যারকে হাজার সালাম আর ধন্যবাদ দিচ্ছি! ইউনুস স্যার, আপনে আমাদের গর্ব, চাটগাঁইয়াদের অহংকার!
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com