ফটিকছড়ির ভুজপুর থানার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের সাদীনগরে অনুষ্ঠিত হলো চতুর্থ তাফসিরুল কুরআন মাহফিল। স্থানীয় সাদীনগর আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। ২৭ ফেব্রুয়ারি সাদীনগর হাজীবাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই মাহফিলে কুরআনের গভীর ব্যাখ্যা ও ইসলামিক জ্ঞান তুলে ধরা হয়, যা উপস্থিত সকলকে অভিভূত করে।
উদ্বোধন ও সভাপতিত্ব:
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাষ্টার মো. সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের সিনিয়র সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম রিপন। উদ্বোধনী ঘোষণা করেন ঢাকা মহানগর পুলিশের সদস্য মো. মহিউদ্দিন।
প্রধান আলোচক ও বক্তারা:
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে পবিত্র কুরআনের তাফসির পেশ করেন হাফেজ মাওলানা আসলাম উদ্দিন জিহাদী (কুষ্টিয়া)। তার মনোমুগ্ধকর আলোচনা কুরআনের গভীরতা ও ইসলামের সঠিক দিকনির্দেশনা সম্পর্কে শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শাহাদাত হোসেন মুজাদ্দেদী (কুমিল্লা), যিনি ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত ধর্মপ্রাণ জনতাকে উৎসাহিত করেন।
বিশেষ অতিথিবৃন্দ:
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা নাসির উদ্দিন হায়দার বিপ্লব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহাম্মদ ছাপা মেম্বার, সেকান্দর মিয়া, মাওলানা রমজান আলী, মুহাম্মদ আব্দুল হালিম, নুরুল আবছার ও মো. জাফর ঈমাম।
আয়োজক কমিটির ভূমিকা ও দর্শকদের অনুভূতি:
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাদীনগর আদর্শ যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দিন। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা আলোচকদের বক্তব্য শুনে আবেগে আপ্লুত হন এবং ইসলামের সঠিক পথ অনুসরণের বিষয়ে অনুপ্রাণিত হন। এক অনবদ্য পরিবেশে অনুষ্ঠিত এই তাফসিরুল কুরআন মাহফিল ধর্মীয় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ঐক্য ও সৌহার্দ্যও সুদৃঢ় করেছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com