আজ এক অতি স্মরণীয় দিন ছিল, যখন আমার ছোট ভাইয়ের চেয়ে আমি যাকে দীর্ঘ বছর ধরে চিনি, সেই চৌকস মেধাবী পুলিশ অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানার বাবুল আজাদ-এর সাথে আমার সাক্ষাৎ হলো। আমারা কয়েকজন গণমাধ্যম কর্মী তাঁর থানায় উপস্থিত হয়ে, আমার লেখা "সাংবাদিক ও সংবাদপত্রের কথা" বইটি তাকে উপহার দিলাম। বইটি গ্রহণ করে তিনি আমাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, "আপনি আগে যেভাবে লিখতেন, এখনও ঠিক তেমনই লিখছেন, মনে হয় আগের চেয়ে অনেক বেশি লিখেছেন।"
ওসি বাবুল আজাদ-এর এই মূল্যবান মন্তব্য আমাকে সত্যিই অত্যন্ত অনুপ্রাণিত করেছে। তিনি যখন একুশে বইমেলায় প্রকাশিত আমার বইটি পেয়ে খুশি হলেন, তখন মনে হলো আমার লেখালেখির যাত্রায় আরেকটি মূল্যবান অভিজ্ঞতার সংযোজন হলো। তাঁর শুভেচ্ছা ও ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেছে।
এটি ছিল এক অমূল্য মুহূর্ত, যেখানে একজন পরিশ্রমী এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আমার লেখালেখির প্রতি তার শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করলেন। আমি সত্যিই কৃতজ্ঞ তাঁর এই আন্তরিকতায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com