২২ ফেব্রুয়ারি কোতোয়ালী থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ২ নেতাকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ০২টি বিদেশী পিস্তল (ম্যাগাজিন সহ) ও ০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম মহোদয়ের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুঃ পরিদর্শক (তদন্ত) মোঃ আফতাব হোসেন, পুঃ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ, এসআই মনিরুল আলম খোরশেদ, এএসআই মাহবুবুর রহমান, সুমন মিয়া, মঈনুল হাসান মনির, খন্দকার মোঃ হাসান সহ অন্যান্য সদস্যরা।
অভিযানে আটক করা হয় চট্টগ্রাম কর্মাস কলেজের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম ইসলামীয়া কলেজের সাবেক ছাত্রলীগের ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনছুর আলী (৪৭)। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত বিদেশী পিস্তল এবং গুলি জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযানে আরও তথ্য পাওয়ার আশা করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com