প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৫:২৪ পি.এম
ঢাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢাকা সাভার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ,
ঢাকা সাভারের আশুলিয়ায় সকালের নাস্তা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন ওষুধ কারখানার কর্মী মো. জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী এবং চামড়াজাত পণ্য কারখানার কর্মী বিউটি বেগম (৩৫) আর তাদের মেয়ে তানহা (৫)।
আহতদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বর্তমানে তারা দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
আহতদের প্রতিবেশী মো. হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের তিনজনই দগ্ধ হন। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে - সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানতে পেরেছি।’
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত