২৩ ফেব্রুয়ারি ২০২৫ – বাংলাদেশে স্বাস্থ্যখাতের চলমান অরাজকতা এবং চিকিৎসকদের নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসকরা ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। দেশব্যাপী চলমান আন্দোলন ও প্রতিবাদের অংশ হিসেবে এই শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের ৫ দফা দাবি মেনে নেওয়া হয়। দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১. ডাক্তার পদবি ব্যবহারের বিষয়ে বাধা: শুধুমাত্র MBBS ও BDS ডিগ্রিধারীদের জন্য "ডাক্তার" উপাধি ব্যবহার করা যাবে। অন্যথায়, BMDC (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) এর বিরুদ্ধে চলমান রিট মামলা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২. BMDC রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যবস্থা: BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকতে হবে। ২০১০ সাল থেকে MATS (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীদের দেয়া BMDC রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। ৩. OTC ড্রাগ লিস্ট আপডেট: আন্তর্জাতিক মান অনুযায়ী OTC (ওভার-দ্য-কাউন্টার) ড্রাগ লিস্ট আপডেট করা এবং শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য এই ওষুধ প্রেসক্রাইব করার অধিকার রাখার দাবি তোলা হয়েছে। একইভাবে, ফার্মেসিগুলি রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া OTC লিস্টের বাইরের ওষুধ বিক্রি করতে পারবে না। ৪. চিকিৎসকের সংকট নিরসন: দেশে চিকিৎসকের ব্যাপক সংকট দেখা দিচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ১০,০০০ নতুন ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করা এবং স্বাস্থ্য কমিশন গঠন করে সপ্তম গ্রেডে চিকিৎসক নিয়োগ নিশ্চিত করা। প্রতিবছর ৪,০০০-৫,০০০ নতুন ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে হবে। BCS (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর করা হোক।
৫. MATS ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ: সকল MATS এবং নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO (স্টাফ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) পদবী পরিবর্তন করে "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট" হিসেবে নিয়োগ দিতে হবে। নতুন MATS ভর্তি বন্ধ করতে হবে, এবং MATS শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে পারামেডিকস বা নার্সিংয়ে স্থানান্তরিত করতে হবে।
এছাড়াও, ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য খাতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট আইন বাস্তবায়ন এবং প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চিকিৎসকদের প্রতি সহিংসতা বা হুমকি মোকাবেলায় কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এই আন্দোলন শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই সীমাবদ্ধ নেই; সারাদেশের অন্যান্য মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা একই দাবিতে একতাবদ্ধ হয়ে তাদের পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন। সম্প্রতি, দেশের অন্যান্য হাসপাতালের চিকিৎসকরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং স্বাস্থ্যখাতের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। স্বাস্থ্য খাতে চলমান এই সংকটের কারণে দেশের সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে। সরকারের তরফ থেকে এরই মধ্যে কয়েকটি পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও, চিকিৎসক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে মনে করছেন, এসব পদক্ষেপ দেশটির স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যতকে আরো সংকটময় করে তুলবে। চিকিৎসকদের দাবি, যদি দ্রুত তাদের দাবিগুলি বাস্তবায়ন না করা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এদিকে, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হাইকোর্টে চলমান তিনটি গুরুত্বপূর্ণ রিট মামলার শুনানি আবারও পেছানো হয়েছে, যা স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সংশোধনীর জন্য একটি বড় বাধা হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে চিকিৎসক সমাজ এই অবস্থাকে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি বলে মন্তব্য করেছে এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনও কার্যকর পদক্ষেপ না আসায় দেশের চিকিৎসক সমাজ ক্ষুব্ধ এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com