প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৮:১২ পি.এম
কেশবপুরে চিত্রাংকনে ২১ শিক্ষার্থী পেল চারুপীঠের পুরস্কার

যশোরের কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারুপীঠ একাডেমির উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওই চিত্রাংকন উৎসবে বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে আল-আমিন মডেল একাডেমিতে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাংকন উৎসবে চারটি বিভাগে ১৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, শহীদ মিনার ও রক্তাক্ত একুশ বিষয়ের উপর ছবি আঁকে।
চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, প্রভাষক কাকলী দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক অরুন চক্রবর্তী, চারুপীঠ একাডেমির সহসভাপতি সাহা বৈদ্য নাথ ও মৌসুমী মজুমদার। এ সময় চারুপীঠ একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত