লক্ষ্মীপুর জেলা পযার্য়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পযার্লোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং যৌথ অথার্য়নে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সমন্বয় সভার প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক ও স্থানীয় সরকার মো. জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা কর্ডিনেটর, উপজেলা কর্ডিনেটর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।সভার মূল উদ্দ্যেশ্য হলো জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য উপস্থাপন করা, গ্রাম আদালত পরিচালনার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করা এবং গ্রামীণ জনগের বিচারিক সুবিধা নিশ্চিত করা।জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, গ্রাম আদালত সকিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতার্দের ভূমিকা অনেক বেশি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com