৩ ফেব্রুয়ারি ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিমের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা, সহিংসতা, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারায় মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান-
গোপন সংবাদের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত কোতোয়ালী থানার পুলিশ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভূতপূর্ব এই অভিযানে ওসি আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা।
এই বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—
১. মো. ছালামত আলী চৌধুরী (৭০) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য
রিয়াজ উদ্দিন বাজার বণিককল্যাণ সমিতির সভাপতি
স্থায়ী ঠিকানা: নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: কাজির দেউরী, রাজ্জাক সাহেবের বাসা, চট্টগ্রাম
অভিযোগ: দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪, ৫০৬ ধারায় দায়েরকৃত মামলা নং-০৭/৩৬৩ (তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৪)
২. আলমগীর মিয়া (৩২)
শেখ রাসেল স্মৃতি সংসদ, কোতোয়ালী চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক
স্থায়ী ঠিকানা: তিতাস, কুমিল্লা
বর্তমান ঠিকানা: স্টেশন রোড, চট্টগ্রাম,অভিযোগ: বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪, ৩৪ ধারায় মামলা নং-১৪ (১০ নভেম্বর ২০২৪) ৩. মো. আলাউদ্দিন (৩৮)
শেখ রাসেল স্মৃতি সংসদ, কোতোয়ালী চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক,স্থায়ী ঠিকানা: দক্ষিণ সুরমা, সিলেট,বর্তমান ঠিকানা: মনসুরাবাদ,
চট্টগ্রাম,অভিযোগ: দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩২৫, ৩২৬, ১০৯, ১১৪, ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নং-৩১ (৩ আগস্ট ২০২৪) ৪. সাব্বির হোসেন মণ্ডল (৪৬) চট্টগ্রাম মহানগর ১৩ নম্বর ওয়ার্ড (খুলশী) যুবলীগের কর্মী অভিযোগ: দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩৫৪, ১১৪ ধারায় মামলা নং-৫ (৩ অক্টোবর ২০২৪)
৫. আরফান উদ্দিন (৩৩)
যুবলীগ কর্মী স্থায়ী ঠিকানা: কাজির দেউরী, চট্টগ্রাম,অভিযোগ: বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩) এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা নং-০১ (১ সেপ্টেম্বর ২০২৪)
৬. রহিম উদ্দিন রাজিব (২৭) যুবলীগ কর্মী স্থায়ী ঠিকানা: সদর, চট্টগ্রাম অভিযোগ: দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬, ১১৪, ১০৯, ৩৪ ধারায় মামলা নং-১২ (৯ নভেম্বর ২০২৪) ৭. মো. সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭) যুবলীগ কর্মী স্থায়ী ঠিকানা: কোতোয়ালী, চট্টগ্রাম,অভিযোগ: দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ধারায় মামলা নং-৪১ (২৫ অক্টোবর ২০২৪) ৮. মুহাম্মদ আরিফ সিকদার মুন্না (৩৩) যুবলীগ কর্মী
স্থায়ী ঠিকানা: পাথরঘাটা, চট্টগ্রাম অভিযোগ: দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪, ৫০৬ ধারায় মামলা নং-০৭ (৩ সেপ্টেম্বর ২০২৪) ৯. মো. রনি (৩৯)
যুবলীগ কর্মী অভিযোগ: একাধিক মামলায় অভিযুক্ত ওসি আব্দুল করিমের নেতৃত্বে অপরাধ দমনে কোতোয়ালী থানার দৃঢ় পদক্ষেপ-কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম তার দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে কোতোয়ালী থানাকে চট্টগ্রামের অন্যতম সুশৃঙ্খল থানায় পরিণত করেছেন। তার কৌশলী মনিটরিং, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধপ্রবণতা উল্লেখ যোগ্যভাবে কমেছে।
ওসি আব্দুল করিম বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোতোয়ালী থানা সর্বদা তৎপর। কেউ যদি অপরাধ করে, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।"
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের অবদান
এই সফল অভিযানে কোতোয়ালী থানা পুলিশের কঠোর অবস্থান এবং অপরাধ দমনে তাদের নিরলস প্রচেষ্টার প্রমাণ মিলেছে। চট্টগ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং পুলিশের এমন কার্যক্রমের ধারাবাহিকতা আশা করছে।
সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com