লক্ষ্মীপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি
সংঘর্ষে সন্ধ্যার পর এক এনজিও কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট এলাকা থেকে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মাঠ কর্মকর্তা ফয়সাল দায়িত্ব পালন শেষে লক্ষ্মীপুরে বাসার দিকে আসার পথে সদরের রামগতি সড়কের মিয়ার বেড়ি নামক স্থানে বিপরীত দিক হতে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই কর্মকর্তা নিহত হন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। নিহত ফয়সালের গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
লক্ষীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালক তার ট্রাক রেখে পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com