"চরণদ্বীপ দরবার শরীফে গাউসুল আজম হযরত শাহসুফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ)-এর ১৩৩তম ওরশ শরীফ: এক আধ্যাত্মিক মিলনমেলা"
বিসমিল্লাহির রহমানির রহিম
আগামী ২১ জানুয়ারি (৭ মাঘ), আমাদের প্রিয় চরণদ্বীপ দরবার শরীফ-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে গাউসুল আজম হযরত শাহসুফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ)-এর ১৩৩তম ওরশ শরীফ।
এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সাদরে আমন্ত্রণ গ্রহণ করছি। চরণদ্বীপ দরবার শরীফের নগর কমিটির উপদেষ্টা হিসেবে কমিটির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজ মহোদয় আমাকে এই সম্মানজনক দাওয়াত দিয়েছেন, যা আমি খুবই গর্বিতভাবে গ্রহণ করছি।
আমার জন্মস্থান এই দরবারের পাশেই হওয়ায়, শৈশবকাল থেকে আমি এই পবিত্র দরবারের আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছি। এ জায়গার কেরামতি, খাস ফয়েজ এবং অসংখ্য মাহফিল ও ওরশে অংশগ্রহণের মধ্য দিয়ে আমি এ দরবারের
চরণদ্বীপ দরবার শরীফ:
বিলবেরাছতে গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ)-এর ১৩৩তম বেলায়ত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফ
📅 প্রধান দিবস:
৭ মাঘ ১৪৩২ হিজরি | ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার
📍 স্থান: চরণদ্বীপ দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম
ওরশ শরীফ উপলক্ষে সকল আশেক ও ভক্তবৃন্দের প্রতি আমন্ত্রণ
আল্লাহ তাআলার অপার রহমত ও প্রিয় নবী (সাঃ)-এর উম্মতদের প্রতি কৃপা স্বরূপ এই বিশ্বে যুগে যুগে অলিকুল শিরোমণি, কুতুব, গাউস ও মুজাদ্দিদগণ আগমন করেছেন। তাঁদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলেন বিলবেরাছতে গাউসুল আজম কুতুবুল আফকাম হযরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ), যাঁর মাধ্যমে অসংখ্য মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে। পূর্বসূরিদের দেখানো পথ ধরে চরণদ্বীপ দরবার শরীফ সত্য ও সুন্দরের আলোকবর্তিকা হয়ে আজও মানবতার কল্যাণে কাজ করে চলেছে। প্রতি বছর ৭ মাঘ তারিখে দরবার শরীফে মহাসমারোহে পালিত হয় ওরশ শরীফ, যেখানে দেশ-বিদেশের হাজার হাজার আশেকানে মাইজভান্ডারী, মুরিদ ও ভক্তবৃন্দ একত্রিত হয়ে আল্লাহ ও তাঁর ওলীদের মহব্বতে মিলিত হন।
ওরশ শরীফের গুরুত্ব ও তাৎপর্য ওরশ শরীফ মূলত আল্লাহওয়ালাদের স্মরণ, তাঁদের কর্ম ও আদর্শের অনুসরণ এবং তাঁদের ফয়েজ-বরকত লাভের এক মহান সুযোগ। এই দিনে
✅ আশেকান ও ভক্তরা মিলিত হয়ে কোরআন তেলাওয়াত করেন
✅ গিলাফ ও মাল্য পরিবেশন করেন
✅ মিলাদ-মাহফিল, জিকির-আজকার ও দরুদ শরীফ পাঠ করেন
✅ ফাতেহা-নেয়াজ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়
এই সমস্ত আয়োজনে মূল উদ্দেশ্য হলো মহান ওলীদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা।
ওরশ শরীফের প্রধান তত্ত্বাবধায়ক ও দায়িত্বশীলগণ
ওরশ শরীফের সকল কার্যক্রম পরিচালনা করেন
হযরত মাওলানায়ে আকদছ শাহ চরণদ্বীপীর (কঃ)-এর সুযোগ্য বড়পুত্র ও দরবার শরীফের একমাত্র মোতাওল্লী, সাজ্জাদানশীন ও অলিয়ে কামেল—
হযরত মাওলানা শাহসুফী শেখ মুহাম্মদ আবুল বশর ফারুকী (রাঃ)
তিনি তাঁর মনোনীত আওলাদ ও দায়িত্বশীলগণকে নিয়ে দরবার শরীফের পবিত্র রওজা শরীফ, ওরশ শরীফ এবং অন্যান্য সকল ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।
🕌 ওরশ শরীফের বিশেষ আয়োজন
🌙 ৭ মাঘ (২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার)
🔹 বিকাল মাগরিবের পর শুরু হবে মূল অনুষ্ঠান:
✅ গিলাফ ও মাল্য পরিবেশন
✅ সিন্নি বিতরণ ও হাতব্যাপী কোরবানির পানি
✅ মিলাদ-মাহফিল ও জীবনী আলোচনা
✅ জিকির-আজকার ও নেওয়াজ-ফাতেহা
✅ আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি
দরবার শরীফের অন্তর্গত প্রতিষ্ঠান ও খেদমতসমূহ
চরণদ্বীপ দরবার শরীফ কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি মানবকল্যাণ ও ধর্মীয় শিক্ষা প্রচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দরবার শরীফের অধীনে পরিচালিত কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো:
📌 ধর্মীয় শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান:
✔ আল্লামা শাহ অছিয়র রহমান (কঃ) একাডেমি
✔ আল্লামা শাহ অছিয়র রহমান (কঃ) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা
✔ ফোরকানিয়া মাদ্রাসা
✔ ইসলামী গণ পাঠাগার
📌 উপাসনালয় ও স্মৃতিসৌধ:
✔ বড় মিয়া রওজা শরীফ
✔ গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) শাহী জামে মসজিদ
📌 সামাজিক ও মানবিক কার্যক্রম:
✔ গণকবরস্থান ও দাতব্য চিকিৎসালয়
✔ মুসাফিরখানা ও মেহমানখানা (বাস্তবায়নাধীন)
🕌 দরবার শরীফে প্রতিবছর পালিত গুরুত্বপূর্ণ দিবস
📌 ১২ ভাদ্র (২৭ আগস্ট):
কুতুবুল আফকাম হযরত শাহসুফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (কঃ)-এর ওফাত বার্ষিকী ওরশ শরীফ
📌 ১০ মাঘ:
গাউছুল আজম হযরত কেবলা মাইজভান্ডারী (কঃ)-এর ওফাত বার্ষিকী ফাতেহা শরীফ
📌 ২০ চৈত্র:
হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ)-এর ওরশ শরীফ
📌 ১২ জিলহজ:
হযরত শাহ চরণদ্বীপীর (কঃ)-এর ওরশ কমরী (চন্দ্র বার্ষিকী)
📌 ১৬ রবিউল আউয়াল:
বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল
📌 ২১ রমজান:
মাওলায়ে কায়েনাত হযরত আলী (রাঃ)-এর ওরশ মোবারক উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
📌 ৮, ৯ ও ১০ মহররম:
পবিত্র আশুরা ও আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে মাহফিল
📌 ২৭ রজব:
মেরাজুন্নবী (দঃ) মাহফিল
📖 প্রকাশিত গ্রন্থ ও আধ্যাত্মিক সংগীত
📖 হযরত শাহ চরণদ্বীপীর (কঃ) জীবনী ও কারামত
📖 মিলাদুন্নবী (সাঃ) ও আওলাদে গাউছিয়া আহমদিয়া রহমানিয়া
📖 প্রেমের শহর ও দিওয়ান-ই-হাসিন
🎶 হযরত শাহ চরণদ্বীপীর (কঃ)-এর শানে আধ্যাত্মিক গানের সিডি/ক্যাসেট
ওরশ শরীফে অংশগ্রহণ ও দান পাঠানোর ঠিকানা
📍 ঠিকানা: চরণদ্বীপ দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম
📞 যোগাযোগ: ০১৮১৯-৬৪০৭২২
আসুন, আমরা সবাই বাবাজান কেবলার ওরশ শরীফে অংশগ্রহণ করে তাঁর ফয়েজ ও রহমত লাভ করি, আল্লাহর প্রেমে নিজেদের আত্মনিবেদন করি এবং আখিরাতের সাফল্যের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়ত কবুল করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com