রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন (আরজেএ) আয়োজিত বার্ষিক বনভোজন কক্সবাজারে এক মিলনমেলায় পরিণত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করেন, আনন্দে মেতে ওঠেন এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন।
যাত্রা ও প্রথম দিনের আয়োজন
৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টায় চট্টগ্রামের টাইগারপাস থেকে প্রথম বাসটি রওনা দেয় কক্সবাজারের উদ্দেশে, এরপর মুরাদপুর থেকে দ্বিতীয় বাস যোগ দেয় যাত্রায়। সংগঠনের সদস্যরা আরজেএ লোগো সম্বলিত সাদা টি-শার্ট পরে গল্প, গান, কবিতা ও আড্ডায় মাতিয়ে রাখেন পরিবেশ।
সকাল সাড়ে ১০টায় চকরিয়ায় প্রথম বিরতি নেওয়া হয়, যেখানে হালকা নাস্তা, ফটোসেশন এবং সংক্ষিপ্ত আড্ডা শেষে আবারও যাত্রা শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারে পৌঁছালে ওয়াল্ডবিচ রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়। দুপুরের খাবার শেষে বিকেলে সাংবাদিকরা বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহের পাশাপাশি ফটোসেশন করেন।
বিকেলে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করতে সাংবাদিকরা ছুটে যান কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানে বৈকালিক নাস্তা শেষে সৈকতের সৌন্দর্য ক্যামেরাবন্দি করেন। সন্ধ্যার পর সবাই হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কক্সবাজারের বিখ্যাত আল গণি রেস্তোরাঁয় নৈশভোজ সেরে প্রথম দিনের সমাপ্তি টানেন।
দ্বিতীয় দিনের অভিজ্ঞতা
৮ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টায় বনভোজনের অংশগ্রহণকারীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। সকালের নাস্তা শেষে ইনানী বিচের উদ্দেশে রওনা দেয় বাস দুটি। পথে দরিয়া নগর, হিমছড়ি ঝর্ণা ও পাহাড়, ইনানী রয়েল রিসোর্টসহ বিভিন্ন দর্শনীয় স্থানে বিরতি নিয়ে সাংবাদিকরা আনন্দঘন সময় কাটান।
দুপুর আড়াইটায় পাটুয়ারটেক সৈকতে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর আশিক আরেফিন ও সিএইচডি অনলাইন পোর্টালের মুন্না। অনুভূতি প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম পিন্টু, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল মতিন চৌধুরী রিপন, রাজীব সেন প্রিন্স, এম আর আমিন, মোস্তাফা জাহেদ, গাজী লিটন, জাহিদুল ইসলাম, মাজহার রানা, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, আবুল হাসনাত মিনহাজ, আব্দুল আউয়াল মুন্না ও মিনহাজ প্রমুখ।
শেষ পর্ব ও ফেরা
বিকেলে সৈকতে শেষবারের মতো সময় কাটিয়ে সাংবাদিকরা বার্মিজ মার্কেটে যান। সেখানে পরিবার ও প্রিয়জনদের জন্য কক্সবাজারের ঐতিহ্যবাহী আচার, বাদাম, শালসহ নানা পণ্যসামগ্রী কেনাকাটা করেন।
রাত ৭:৪৫টায় কক্সবাজার ত্যাগ করে সাংবাদিকদের গাড়িবহর। পথে লোহাগাড়ার হালাল ডাইন রেস্টুরেন্টের ভিআইপি চাইনিজ হলে নৈশভোজের আয়োজন করেন দৈনিক সকালের সময়-এর কক্সবাজার প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু ও লোহাগাড়া প্রতিনিধি মুজাহিদ হোছাইন সাগর। রাত ১২টার দিকে গাড়িবহর চট্টগ্রামে পৌঁছে বনভোজনের সফল সমাপ্তি ঘটে।
বিশেষ আয়োজন
এবারের সমুদ্র বিলাস যাত্রায় আরজেএ সদস্যদের জন্য বিশেষ উপহার হিসেবে ল্যাপটপ ব্যাগ স্পন্সর করেছে দুরন্ত বাজার সুপারশপ।
সফল সমাপ্তি:
দুই দিনব্যাপী এই আনন্দময় ভ্রমণ শুধু সাংবাদিকদের মনোরঞ্জনই নয়, বরং কর্মজীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের পুনরুজ্জীবিত করার এক অনন্য সুযোগ ছিল। এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও সংগঠনের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com