সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তাদের বক্তব্য
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের উসকানিতে অন্যায়ভাবে শাহে আরেফীনকে বরখাস্ত করা হয়েছে। তারা অবিলম্বে এ বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা আরও বলেন, “প্রকৌশলী শাহে আরেফীন চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সৎ ও দক্ষ কর্মকর্তার পরিচিতি গড়েছেন। কিন্তু একটি মহলের চাপে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।” তারা দ্রুত শাহে আরেফীনের পুনর্বহালের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন—
আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী একেএম মামুনুল বাশরী, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী রেজাউল হায়াত খান, প্রকৌশলী ওহিদুল ইসলাম, প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী। অন্যান্য নেতাদের উপস্থিতি এসময় আরও উপস্থিত ছিলেন— প্রকৌশলী রফিন্নবী, প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী বেলাল হোসেন, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী সাইদুল ইসলাম বাপ্পী, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী সাইফুর রহমান বিপ্লব প্রমুখ। পরবর্তী কর্মসূচির ঘোষণা
মানববন্ধনে বক্তারা বলেন, যদি দ্রুত শাহে আরেফীনের বরখাস্ত প্রত্যাহার না করা হয়, তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সওজ কর্তৃপক্ষকে ন্যায়বিচারের আহ্বান জানান। প্রেক্ষাপট প্রকৌশলী শাহে আরেফীনকে সাময়িক বরখাস্তের কারণ সম্পর্কে সওজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পেশাজীবী সংগঠনগুলো মনে করছে, এটি একটি উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com