1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ফাইনালে যাওয়াটাই একটা সুখবর। তবে গাভি আর লামিন ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারানোর আগে একটা বড় সুসংবাদ পেয়ে গিয়েছিল বার্সেলোনা। দানি অলমো আর পাউ ভিক্তরকে অস্থায়ীভাবে দলে খেলানোর সুযোগ পেয়ে গেছে ক্লাবটা।

গত গ্রীষ্মকালীন দলবদলে দুই খেলোয়াড়কে দলে নেওয়ার পর তাদেরকে স্রেফ আধ মৌসুমের জন্যই নিবন্ধন করাতে পেরেছিল ক্লাবটা। তার কারণ ছিল দলটার ব্যয়ের সীমা ছিল খুব কম।

ডিসেম্বরে বার্সা আবেদন করেছিল তাদের পুরো মৌসুমের জন্য নিবন্ধন করাতে। তবে বার্সেলোনার দুই আদালত আবেদন খারিজ করে দেয়। এরপর লিগের পক্ষ থেকে জানান হয়, শর্ত পূরণ করা হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়,  চলতি মৌসুমের জন্য নিজেদের ব্যয়ের সীমা বাড়াতে প্রয়োজনীয় কাগজপত্র গেল শুক্রবার সরবরাহ করেছে বার্সেলোনা। তবে তার আগেই অলমো ও ভিক্তরের নিবন্ধন বাতিল হয়ে যায়। লা লিগার নিয়মানুসারে এক খেলোয়াড়কে একই মৌসুমে দুই বার নিবন্ধন করানো যাবে না।

যার ফলে বার্সা আপিল করে স্পেনের জাতীয় ক্রীড়াবিষয়ক কাউন্সিল- সিএসডিতে। সে মামলা যেহেতু চলছে, সে কারণে অলমো আর ভিক্তরকে দলে নেওয়ার সুযোগ বার্সেলোনাকে দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত।

সে সুখবরটা মাঠে নামার অনেক আগেই পেয়ে গেছে বার্সেলোনা। তবে অত আগেও নয়, যত আগে হলে দু’জনকে স্কোয়াডে নেওয়া যায়। দুই স্প্যানিশ ফরোয়ার্ড তাই স্প্যানিশ সুপার কাপের ম্যাচটা দেখেছেন বাইরে থেকে।

তবে দল যেভাবে খেলেছে, তাতে আর অতৃপ্তি থাকার কথা নয় দুজনের। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফর্ম্যান্সে বার্সেলোনা চলে গেছে ফাইনালে। গতকাল ম্যাচে আলো ছড়িয়েছেন গাভি। শুরুর গোলটা করেছেন, এরপর লামিন ইয়ামালকে দিয়ে করিয়েছেন আরও এক গোল।

১৬ মিনিটে তার গোলে বার্সা এগিয়ে যায়। অ্যালেক্স বালদের নিচু ক্রসে পা ছুঁইয়ে তিনি গোলটা করেন। তার আগে রাফিনিয়া একটা সুযোগ পেয়েছিলেন জুলস কুন্দের ক্রস থেকে, তবে তার শট বারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গাভির পাস বক্সে একা পেয়ে যায় ইয়ামালকে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি গোলটা করে ফেলেন। এরপর বিলবাও ম্যাচে ফেরার চেষ্টা করেছে একাধিক। বার্সা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনিকে অন্তত দুটো ভালো সেভ দিতে হয়েছে দলের লিডটা ধরে রাখতে।

৮৬ মিনিটে বিলবাও বার্সার জালে বল জড়িয়েই দিয়েছিল। তবে রেফারি ভিএআরে দেখতে পান বিল্ড আপে ফাউল করা হয়েছিল বার্সাকে, ফলে সে গোল বাতিল হয়ে যায়। বার্সা মাঠ ছাড়ে ২-০ গোলের দারুণ জয় নিয়ে।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দলটা আগামী ১৩ জানুয়ারি নামবে ফাইনালে। সে ম্যাচের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে আজ রাতে। রিয়াল মাদ্রিদ আর মায়োর্কা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।

সূত্র : নেট

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট