চট্টগ্রাম, ৮ জানুয়ারি ২০২৫: আজ বুধবার সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সের সংলগ্ন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে একটি অনুদান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সমিতির বিভিন্ন স্তরের মোট ১৫৯ জন সদস্যকে সম্প্রতি বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। ৩০ ডিসেম্বর, সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সম্মতিক্রমে এ অনুদান বিতরণ কর্মসূচি সুসম্পন্ন হয়, যেখানে প্রায় ১৪,৫১,০০০ টাকা (চৌদ্দ লাখ একান্ন হাজার টাকা) বিতরণ করা হয়েছে।
অনুদান হিসেবে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ৫৯ জনকে এককালীন অনুদান, ৬২ জনকে সাধারণ চিকিৎসা সহায়তা, এবং ২ জনকে ব্যয়বহুল চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেলা সভাপতি মোঃ আবুল হাশেম মাস্টার। তিনি তার বক্তব্যে, সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণের জন্য এরূপ কার্যক্রম চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও থানা কমিটির সদস্যগণ, যারা এ অনুদান বিতরণ কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করেছেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান জানান, এই অনুদান কর্মসূচি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সমিতির সদস্যদের মাঝে এক সংহতি এবং পরস্পরের সহায়তার বার্তা ছড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com