বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পীর স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে দাউদাউ করে আগুন জ্বলছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে গায়কের বিল্ডিং স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট। প্রতিবেদনে আরও বলা হয়, বিল্ডিংয়ের দিকে যাওয়ার পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি আগুনের খবর ছড়িয়ে পড়তেই বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছিল।
সূত্র :নেট