বিনোদন ডেস্ক :
রেগে মাঝপথেই বারাণসীর শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন বলিউডের সংগীতশিল্পী মোনালি ঠাকুর। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে সেই শোয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তুলোধুনাও করেছিলেন তিনি। ঘটনাটির পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।
সোমবার নিজের ইনস্টাগ্রামে লম্বা পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি।
মোনালি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা বলে ২০২৪ সালের শেষ বা নতুন বছরের শুরু করতে চাইনি। আমার মনে হয়েছে এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনা সকলকে বলা গুরুত্বপূর্ণ। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যে বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ট।’
মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে নারীদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়।’
সূত্র : নেট
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com