বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম, একটি আধ্যাত্মিক সংগঠন যা সুফী ভাবাদর্শ ও ধ্যান গবেষণার প্রচার করে, শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ভোররাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচি আগামী এক মাস ধরে চলবে এবং ফোরাম পরিকল্পনা করেছে, এটি পর্যায়ক্রমে চট্টগ্রাম শহর ছাড়াও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছাবে।
প্রথম দিনের এই বিতরণ কর্মসূচি চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তায় অবস্থান করা শীতার্ত, ভাসমান মানুষের মাঝে পরিচালিত হয়। ফোরামের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা শীতবস্ত্র ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধনকালে বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান, সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, "আমাদের উদ্দেশ্য হলো শীতের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি ধারাবাহিকভাবে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলবে। আমরা বিশ্বাস করি, মানবতার কল্যাণে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।" এ সময় ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুফী গবেষক সাংবাদিক এস এম আকাশ, মহাসচিব মাষ্টার আবুল হোসেন, যুগ্ম মহাসচিব ইলিয়াস সোহেল, ফোরামের উপদেষ্টা ও এয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ রেজাউল করিম সুমন, প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজি, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, নাজমুল হুদা সাকিব, আনিস মোহাম্মদ বিবলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফোরামের নেতারা জানান, শীতার্তদের সহায়তা দিতে তারা শুধু শীতবস্ত্র ও খাবারের ব্যবস্থা করেন না, বরং পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। প্রতি বছরের মতো এবারও শীতের সময় এই ধরনের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দারিদ্র্য ও অসহায়ত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিতে চায়।
ফোরামের সদস্যরা আরও জানান, এই মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুধু চট্টগ্রাম শহরেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে, যেখানে শীতকালে মানুষজন বিশেষভাবে আক্রান্ত হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com