গতকাল ৪ইজানুয়ারী চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলা সাহিত্যের মধ্যযুগের ফারসি ভাষা-সাহিত্য দ্বারা প্রভাবিত সুফি সাহিত্যধারার উপর একটি বিশেষ গবেষণামূলক গ্রন্থ "মাওয়াকেয়ুন নুজুম" বা "নক্ষত্ররাজির অস্তাচল" প্রকাশনা উপলক্ষে একটি শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই গ্রন্থটি রচনা করেছেন আলী রজা কানু শাহ রহ.-এর পঞ্চম পুরুষ, সুফি সাধক খাজা দরবেশ মাওলা রহ.-এর গবেষক এবং ভক্ত, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী মা.জি.আ.
অনুষ্ঠানটির সূচনা করেন শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাছেরুল হক চিশতি, যিনি উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থটির সম্পাদক ও ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী মা.জি.আ. গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ছিলেন ড. সেলিম জাহাঙ্গীর, ড. মুফতি নুর হোসাইন, ড. আবদুল আজীম শাহ, সহযোগী সম্পাদকগণ—ড. ওসমান মেহেদী, ড. নুরুন্নবী আযহারী, ড. নিজামউদ্দিন জামি, ড. শেখ সাদী, মুফতি শাঈখ উছমান গনী। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং সমাজসেবী ব্যক্তিত্বগণ, যেমন—প্রফেসর সফিউল গনী, প্রফেসর এমরান, আবু সালেহ, খাজা ওসমান ফারুকী, কাজী তুষার, লেখক নুরুল হুদা চৌ, এ আর কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফসহ বিভিন্ন দরবার এবং সিলসিলার পীর-মাশায়েখগণ, যারা অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আবদুর রহমান এবং মোহাম্মদ আজাদ। অনুষ্ঠানটি পীরজাদা এনামুল হক মা.জি.আ.-এর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়, যা অংশগ্রহণকারীদের আত্মিক প্রশান্তি এনে দেয়।
গ্রন্থটির প্রকাশনা ও এই অনুষ্ঠানটি সুফি সাহিত্যের গবেষণা এবং এর ঐতিহ্যকে তুলে ধরার জন্য এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com