ঘন কুয়াশায় মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের শহর ও গ্রামাঞ্চলে কন কনে শীতে জনজীবনে নেমে এসে দূর্ভোগ। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাঁপছে গবাদিপশু,পাখিও। বিগ্ন সৃষ্টি করছে দৈনন্দিন কর্ম ক্ষেত্র, বেড়েছে রোগবালাই। উপজেলা হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দিজ্বরসহ নানা রোগীর উপচে পড়া ভীড়। চিকিৎসকরা এসব রোগেীর চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমসিম খেতে হচ্ছে। তবে বছর শুরুর এই তীব্র শীতের প্রভাব পড়েছে মেঘনার উপকূলীয় চরাঞ্চলে। চরাঞ্চলের এসব বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ এলেই চরম দুর্ভোগে পড়তে হয়।
গত (১জানুয়ারি) রাত থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত পড়তে শুরু হওয়ায় চরাঞ্চলের মানুষ বিপাকে রয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা শীতে কাবু হয়ে পড়েছে। বিভিন্ন এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
জেলার ৫টি উপজেলা রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও সদর উপজেলার নিম্ন আয়ের মানুষের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা খাবার জোগানো যাদের জন্য কঠিন সেখানে শীতের কাপড় কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে শ্রমজীবী দরিদ্র মানুষের। সরকারিভাবে এখনও কোন শীতবস্ত্র পাননি কেও।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com