গত ২৫শে ডিসেম্বর ২০২৪: বোয়ালখালীর কধুরখীল রিয়ারভিউ এলাকায় জায়গা নিয়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহতদের পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে না আসায় গতকাল থেকে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
সংঘর্ষের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে চাইলেও, ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো এজাহার না আসায় মামলা দায়ের সম্ভব হচ্ছিল না। আজ (২৭ ডিসেম্বর) সকালে ওসি গোলাম সারোয়ার নিজেই উদ্যোগী হয়ে ভিকটিমদের খোঁজ শুরু করেন। তার প্রচেষ্টায় আহতদের ভাই মোহাম্মদ হোসেন
অভিযোগ দায়েরর করার জন্য থানায় গিয়েছে বলে জানাযায়। ওসি গোলাম সারোয়ার বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা সর্বদা সচেষ্ট। কেউ যদি ভয় বা অন্য কোনো কারণে মামলা করতে না চায়, তাহলে আমরা নিজ থেকেই তাদের খুঁজে বের করি এবং সহযোগিতা করি।"
এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি। সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
স্থানীয়রা থানার ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।
বিস্তারিত নিউজ আসছে---
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com