প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:২০ পি.এম
গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আগামী নির্বাচনের সময়ে বলে দিবে জামায়াত এককভাবে বা জোটবন্ধভাবে বা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিবে আমির- ডাঃ শফিকুর রহমান বলেন গাইবান্ধায় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনাদের এই পাশের জেলা শহর সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, এরা শ্লোগান দিয়েছিল, আবু সাঈদেরা শ্লোগান দিয়েছিল, ইউ ওয়ান জাস্টিস, আমরা একটি বৈশম্যহিন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্ভের বাংলাদেশ চাই, আমরা একট অহংকারের বাংলাদেশ চাই, এই বাংলাদেশ বড় হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো বাস্তব হব
জেলা জামায়াতের আমীর, জননেতা আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি মোঃ ওমর সানি, জেলা কর্ম পরিষদ সদস্য সাইদুর রহমান, শহর ওলামা বিভাগের সভাপতি মাওলানা জোবায়ের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামি গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান বলেন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের প্রথম সমাবেশ হয়।
কর্মী সম্মেলন সফল করতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা ব্যানার, ফেসটুন, প্লেকার্ড নিয়ে সমাবেশে যোগ দেয় এবং সকাল ১০টার মধ্যে ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়। এর ফলে জেলা শহর যানজটের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত