চান্দগাঁও থানার অভিযানে অপহরণ, ধর্ষণ ও চুরি মামলার একাধিক আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে একাধিক অপরাধমূলক মামলার আসামি গ্রেফতার এবং অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে ধারাবাহিক সফলতা অর্জিত হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে সম্প্রতি একাধিক অভিযানে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযান: খাজারোড থেকে গ্রেফতার ইং ১৯/১২/২০২৪ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন খাজারোড খমর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স। অভিযানে চান্দগাঁও থানার মামলা নং-২২, তারিখ-৩০/০৮/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-এর আসামি হাসান লিটন (২৫), পিতা-মোঃ সেকান্দর, মাতা-খতিজা বেগম, সাং-খাজারোড, বাদামতল, মুন্সী বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযান: কাপ্তাই রাস্তার মাথা থেকে তিনজন গ্রেফতার
২০/১২/২০২৪ তারিখ সকাল ৯:৪০ ঘটিকায় এসআই নুরুল হাকিম, এএসআই গোলাম কিবরিয়া ও আনছারুল করিম সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে চান্দগাঁও থানার মামলা নং-১৮,
তারিখ-২০/১২/২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড-এর তিনজন আসামি গ্রেফতার হন। গ্রেফতারকৃতরা: ১. মোহাম্মদ বাদশা মিয়া (৪৬), পিতা-মৃত সিরাজুল খান @ বাঁচা মিয়া, সাং-দক্ষিণ মোহরা, ইস্পাহানী জেটি রোড।
২. মুনির উদ্দিন খান @ তানিম (২৩), পিতা-হামেদ হাসান খান, সাং-দক্ষিণ মোহরা, আসাদ আলী টেন্ডল বাড়ী।
৩. আমিনুল ইসলাম @ তারেক (২৮), পিতা-নজরুল ইসলাম, সাং-তিনগাঁও, কাজী বাড়ী, চৌমুহনী, বর্তমানে দক্ষিণ মোহরা।
তৃতীয় অভিযান: ভাটারা থানা এলাকা থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার ২১/১২/২০২৪ তারিখ রাত ১:৪০ ঘটিকায় অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল, এসআই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান চালান। এতে চান্দগাঁও থানার মামলা নং-১৯, তারিখ-২১/১২/২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারার অপহরণ মামলার আসামি মমিনুল ইসলাম সোহাগ (২৩), পিতা-আব্দুল হামিদ, মাতা-মোছাঃ ছফিদা বেগম, সাং-জিয়াপুর, মাঝপাড়া, ছাতক, সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ভিকটিম মাইশা মোরশেদ (১৪), সাং- চান্দগাঁও আবাসিক এলাকা, চান্দগাঁও থানার সামনে থেকে উদ্ধার করা হয়। চতুর্থ অভিযান: সাবান ঘাটা থেকে ডাকাতি প্রস্তুতির আসামি গ্রেফতার ২২/১২/২০২৪ তারিখ রাত ২:১০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন সাবান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানার ডাকাতি প্রস্তুতি মামলা নং-০৯(৬)২৪, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, জিআর-১০২/২৪ মূলে মোঃ ইমন (২২), পিতা-মোঃ নুরুল আলম, সাং-সাবান ঘাটা, বলিরহাটকে গ্রেফতার করা হয়।
পঞ্চম অভিযান: ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ২১/১২/২০২৪ রাত ৩:৪০ ঘটিকায় এসআই হৃদয় মাহমুদ লিটন ও সঙ্গীয় ফোর্স চান্দগাঁও থানাধীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে চান্দগাঁও থানার মামলা নং-২১, তারিখ-২২/১২/২০২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামি হায়দার আলী @ টেনু (৪৫), সাং-মোহরা, ইস্পাহানী জেটি রোড থেকে গ্রেফতার করা হয়। চলমান অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় ওসি আফতাব উদ্দিনের ভূমিকা ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান্দগাঁও থানা সর্বদা প্রস্তুত রয়েছে।
এই অভিযানের মাধ্যমে চান্দগাঁও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এলাকার অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। চান্দগাঁও থানায় আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন ওসি আফতাব উদ্দিন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন চান্দগাঁও থানা বর্তমানে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি করেছে।
ওসি আফতাব উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই চান্দগাঁও এলাকার অপরাধ প্রবণতা হ্রাস করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। প্রতিদিনের অভিযানের মাধ্যমে তিনি চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো গুরুতর অপরাধ দমন করছেন। তার দক্ষ নেতৃত্বে থানার পুলিশ বাহিনী দ্রুততম সময়ে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করছে।
অপরাধ দমনে ওসি আফতাব উদ্দিনের উদ্যোগ: নিয়মিত অভিযান পরিচালনা: প্রতিদিন চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হয়। সন্দেহভাজন অপরাধীদের নজরদারিতে রাখা এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা হয়। স্থানীয়দের সাথে যোগাযোগ: ওসি আফতাব উদ্দিন এলাকার জনগণের সাথে সরাসরি যোগাযোগ রেখে চলেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্যাগুলো গুরুত্বের সাথে শুনেন এবং দ্রুত সমাধান করেন।
প্রযুক্তির ব্যবহার: অপরাধীদের শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের উপর গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অপরাধীদের ধরতে চান্দগাঁও থানা সফল হয়েছে।
মাদকবিরোধী অভিযান: চান্দগাঁও থানা মাদক নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি কিছু সফল অভিযান: খাজারোড এলাকা থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার। কাপ্তাই রাস্তার মাথা থেকে তিনজন আসামি গ্রেফতার। অপহরণ মামলার আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
ডাকাতি প্রস্তুতি মামলায় আসামি গ্রেফতার। সামাজিক প্রতিক্রিয়া:
চান্দগাঁও থানার অধীনে বসবাসরত জনগণ ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বের প্রশংসা করছেন। অনেকেই মনে করেন, থানার এই পরিবর্তন চট্টগ্রামের অন্যান্য থানার জন্য একটি মডেল হতে পারে। ওসি আফতাব উদ্দিনের বক্তব্য:
তিনি বলেন, "আমি সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। চান্দগাঁও থানা এলাকা থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলাই আমাদের লক্ষ্য। জনগণের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারব।" ওসি আফতাব উদ্দিনের কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতার ফলে চান্দগাঁও থানা আজ নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তার প্রচেষ্টা ও নিষ্ঠা অপরাধ দমনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com