প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৩:৩৫ পি.এম
বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল তিন ঘটিকার সময় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া তেঁতুলতলা মোড়ে রবি টাওয়ারের দ্বিতীয় তলায় হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাদক মুক্ত বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় মাদকের কুফল ও সামাজিক অবক্ষয় রোধে জনগণের সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক প্রভাষক আঃ জলিল প্রামানিক। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির হাটগাঙ্গোপাড়া জোনাল অফিসের এজি এম, আঃ মান্নান। হাটগাঙ্গোপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলী গোবিন্দপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী সরদার( দৈনিক রাজবার্তা),সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম (রাজধানী টিভি), আপেল মাহমুদ রাঙ্গা (দৈনিক রাজশাহীর আলো), সমিত রায় (দৈনিক উপাচার), মোঃ মিঠু সরকার (দৈনিক জবাবদিহি),
সাজু মাহমুদ (দৈনিক রাজবার্তা), সিদ্দিক আলী (দৈনিক আলোর জগত)। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক দ্রব্যের ব্যাপক ব্যবহারের কারণে যে ক্ষতি হচ্ছে, তা রোধ করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে।
সভা শেষে সাংবাদিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে বাগমারা উপজেলায় মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত