দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংযম প্রদর্শন করে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে চট্টগ্রাম—১০ আসনের আওতাধীন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান আবদুল্লাহ আল নোমান বলেন, "আত্মতৃপ্তিতে তুষ্ট হলে চলবে না। এখনো নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা এখনো সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল আছে এবং সুযোগের অপেক্ষায় রয়েছে। আমাদের নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।" তিনি আরও বলেন, "আগামী নির্বাচন অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচন সফল করতে আমাদেরকে ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে।" সুবিধাবাদীদের অনুপ্রবেশ রোধের নির্দেশ দলের মধ্যে সুবিধাবাদীদের অনুপ্রবেশ ঠেকানোর আহ্বান জানিয়ে নোমান বলেন, "দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।" উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান। এছাড়া বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমীর উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং অন্যান্য নেতারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন লেদু, মোহাম্মদ বাতেন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খলিল, নাজিম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ বশির, মোহাম্মদ কমরু, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোতালেব, তোফাজ্জল, দুলাল, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা জনী, হানিফ, রুবেল, সাফায়েত, মহিলা দল নেত্রী ফাতেমা, হোসনা, আনজুমান আরা, লালমতি প্রমুখ। জীবন সদস্যদের উজ্জীবিত আহ্বান আবদুল্লাহ আল নোমানের আহ্বানে কর্মী সমাবেশে প্রাণবন্ত আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মীরা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচন নিয়ে আশাবাদী
বক্তারা বলেন, "আবদুল্লাহ আল নোমান ও সাঈদ আল নোমানের নেতৃত্বে যদি দল সুসংগঠিত হয়, তবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। জনগণের ভোটে সরকার পরিবর্তন হবে, এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com