প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৭:০০ পি.এম
সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভোর ৬. ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও মনমুগ্ধকর জমকালো আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমাবার ( ১৬ ডিসেম্বর) সকালে শহিদ শিহাব অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এ. কে. এম রেজাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস- সাঈদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হারিছ উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হারিছ উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাফিউল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ. এইচ. এম জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সন্টু কুমার দত্ত, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আনারুল হক প্রাং, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফাহিমা সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হুমায়ুন খালিদ,( ইনসিটু) ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কিশোর কুমার মহন্ত, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আলআমীন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জসিম উদ্দিন ( ইনসিটু), গ্রন্থগারিক মো. আবুল কাশেম আজাদ, শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য ঃ সুর্দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতির অসীম বীরত্ব এবং লাখো শহিদের আত্মত্যাগের ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় মহান বিজয়। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা - বোনদের যাঁদের আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির এ অগ্রযাত্রার দীপ্ত পদক্ষেপে সামিল হওয়ার দৃঢ় প্রত্যয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ও ভলিবল টুর্নামেন্টের এ আয়োজন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত