আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া আক্তার ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে তিনি ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ বলেন, সকাল ৯টার দিকে রোকেয়া আক্তার আমাদের অফিসে বিয়ের খরচ নিয়ে আলোচনা করতে এসেছিলেন। পরে আলোচনা করে বের হয়ে যাওয়ার সময় বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাইরে গিয়ে দেখি তিনি মারা গেছেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com