মহান বিজয় দিবসে ভোমরা স্থলবন্দর কর্মচারী অ্যাসোসিয়েশন, কাস্টম হাউস রাজস্ব কর্মকর্তাগণ এবং সহকারী রাজস্ব কর্মকর্তাসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ গন স্মৃতি সৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫৪তম বিজয় দিবস উদযাপন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
ভোমরা কাস্টমস সি এন্ড এফ এসোসিয়েশনের ভোমরা সাতক্ষীরা এই অনুষ্ঠানে প্রধান অতিথির ডেপুটি কমিশনার জনাব আবুল কালাম আজাদ সভাপতি জনাব মোঃ আবু হাসান সঞ্চালনায় জনাব মোঃ আবু মুসা প্রমুখ । মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি আজ বিজয় দিবস উদযাপন করছে। ৫৫ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রম সম্মানের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম লাভ করে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এসোসিয়েশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজ সকাল থেকে যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com