প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৬:০২ পি.এম
কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ নং হাবিবুল্লাহ ইউনিয়নে কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট বন্ধুদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ টায় কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দলের আয়োজনে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আখতার জাহান।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাব লিডার স্কাউটার মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব স্কাউটদের বিদায় সংবর্ধনা প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস শাহজাদপুর উপজেলা এডহক কমিটি সভাপতি মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সাবেক সহকারী কমিশনার সংগঠন ও বিধি প্রধান স্কাউট ব্যক্তিত্ব মোঃ খালেকুজ্জামান খান (এল টি), শাহজাদপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ মাজহারুল ইসলাম,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক যুগ্ম- সম্পাদক মোঃ শাহিদুর রহমান, ( এ. এলটি), সাবেক জেলা কাব লিডার মোঃ আইউব, কামারখন্দ উপজেলা স্কাউট লিডার মোঃ জহুরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সাবেক কাব লিডার এম এম আমিনুল ইসলাম, কাজিপুর উপজেলা সাবেক কাব লিডার মোঃ এনামুল হক সুমন, বেলকুচি উপজেলা সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, উল্লাপাড়া উপজেলা সাবেক কাব লিডার মোস্তাফিজুর রহমান, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সিমলা ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈকত হোসেন, খাজা ইউনূস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক উম্মে হানি মলি, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামারখন্দ উপজেলা মৌমাছি মুক্ত মহাদলের রোভার মেট মোঃ রাব্বি, ও কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার মোছাঃ মুনিয়া ইসলাম।
উল্লেখ্য ঃ কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন কাব স্কাউটকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এবং এ অনুষ্ঠানে গত ২০১৯ সালে বাংলাদেশ স্কাউটস, শাপলা কাব অ্যাওয়ার্ড টি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাত থেকে গ্রহন করেন ১১ নং কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট হিসেবে বাংলাদেশ স্কাউটস, শাপলা কাব অ্যাওয়ার্ড ২০১৯ সালে অর্জন করেন ইফরাত জাহান, এবং মোঃ ওলিউল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত