চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম (৩১) গ্রেফতার হয়েছেন। অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে চান্দগাঁও থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলার (নং-২২, তারিখ-৩০/০৮/২০২৪) আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩০২, ১০৯, এবং ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জ জেলার বাহুবলী থানার মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়পুর গ্রামের মো. কদর আলী ও আনোয়ারা বেগমের সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ধুপফুল এলাকার কলাবাগানস্থ আশরাফ আলী ভিলার চতুর্থ তলায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়ে ওসি মো. আফতাব উদ্দিন বলেন, "মামলার পলাতক আসামি সাদ্দামকে আইনের আওতায় আনতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।"
বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com