ধর্মীয় সংঘাতের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম। আজ দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয়, মাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড এবং শেরপুর জেলার মুরশিদপুর দরবারে হামলার বিষয়ে স্মারকলিপিতে উদ্বেগ জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সূফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন, মেট্রোপার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন, সাংবাদিক আবু হেনা খোকন, মাওলানা দিদারুল আলম, সাংবাদিক মো. নাজিম উদ্দিন মিয়াজী, শিক্ষানুরাগী মোহাম্মদ ইলিয়াছ সোহেল, মাওলানা জহিরুল ইসলাম চাটগামী এবং মো. আবু হানিফ মাসুম।
সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ
নেতৃবৃন্দ জানান, উগ্র গোষ্ঠীগুলো নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংঘাত সৃষ্টি করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামলা ও ভাঙচুর, শেরপুরে মুরশিদপুর দরবারে হামলা, নিরীহ মানুষ হত্যা, ঘরবাড়ি লুটপাট, পশু চুরি, এমনকি গাছপালা কেটে পরিবেশ বিনষ্টের মতো ঘটনা ঘটেছে। ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর ফার্মগেটের রাজাবাজারে জনপ্রিয় ইসলামী আলোচক আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তারা উল্লেখ করেন যে, আজও তার হত্যাকারীরা ধরা পড়েনি। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করায় তারা অপরাধে আরো উৎসাহিত হচ্ছে বলে দাবি করা হয়।
অপরাধীদের গ্রেপ্তারের দাবি
নেতৃবৃন্দ ধর্মীয় উগ্রপন্থীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, অপরাধীদের লাগাম টেনে ধরা না হলে দেশের শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সবাইকে সতর্ক থাকার এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com