মেয়াদউত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে লক্ষ্মীপুরে দু’টি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে রাজমহল হোটেলকে ৫ হাজার এবং বিগ বাইট রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরে কলেজ রোড ও হাসপাতাল রোডস্থ এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এসময় তার সাথে ছিলেন, প্রসিকিউটর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম সহ সংশ্লিষ্টরা।
নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম জানান, মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব রেস্তোরাঁয় খাবার তৈরি করা হচ্ছে। এ ধরনের অনিয়ম চলতে দেয়া যায়না। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তার অধিকার রক্ষায় এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com