প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১২:০০ পি.এম
ঢাকা সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকা সাভারে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সাভারের শাহীবাগ এলাকার সুরমা টেক্সটাইল লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে সুরমা টেক্সটাইল নামে ওই কারখানার কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মেহেরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে আর কি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত