প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৫:৩৮ পি.এম
মুরাদনগরে কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে
বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ হাজার ৯শ ৫০জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ ১০ কেজি সার ও নগদ ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে। উপজেলার পৈয়াপাথর গ্রামের কৃষক তপন মিয়া বলেন, বন্যায় আমার ৩০ শতক ফসলি জমি নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসের প্রণোদনায় ক্ষতিপূরণ কিছুটা কাটিয়ে উঠা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. পাভেল খাঁন পাপ্পু বলেন, আকস্মিক বন্যায় এ উপজেলার ২৭ হাজার ৯৫০ জন কৃষকের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়, সবাইকে ৫ কেজী করে বীজ ১০ কেজী সার ও নগদ ১ হাজার করে টাকা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত