প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৭:৪৯ পি.এম
সাবেক অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, এস’পি অফিস ঘেরাও

এক দফা এক দাবি এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থী'রা। ২য় দিনের কর্মসূচি হিসেবে আজ সকালে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। যে বিষয়টি আমরা এখন বুঝতে পারছি যে আমরা ভুল করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন বিধায় আমরা আজকে বিক্ষোভে নেমেছি। সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়'কে পুনর্বহাল না করা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে বলে জানান শিক্ষার্থী'রা। অন্যদিকে তারা আরো জানায়, আজকের এই বিক্ষোভে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার দোসরেরা বাধা প্রদান করেছিল। আমরা বিক্ষোভে নামলে আমাদের স্কুল থেকে বের করে দিবে এমনও হুমকি প্রদান করে। পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের নিকট সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের জোর দাবি জানিয়ে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থী'রা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত