প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৭:৫৫ পি.এম
ঢাকা সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও বনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন মনির মেম্বারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মনির হোসেন সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল এলাকার মৃত লাবু মিয়ার ছেলে।
তিনি সাভারের বনগাঁ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের বনগাঁও এলাকার হাংগাইল মোড়ে অভিযান অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাভারভুক্ত আসামি মনির মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।’ আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত