প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ২:০৫ পি.এম
ব্রাহ্মণপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে বিষ পান করে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে । রোববার ( ১০ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেলে কীটনাশক পান করা শিক্ষার্থী ( ১৬ ) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সন্ধ্যায় কীটনাশক পান করা শিক্ষার্থী ( ২১ ) ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। হাসপাতালে প্রথমে আসা শিক্ষার্থীর ( ১৬ ) পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর মা তাকে পড়াশোনা নিয়ে বকাঝকা করলে সে ঘরে থাকা জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নেয়। পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিষ পান করা দ্বিতীয় শিক্ষার্থীর ( ২১ ) পরিবার জানায়, দেরি করে কলেজ থেকে বাড়ি ফেরায় তার মা তার সাথে রাগারাগি করে। এ নিয়ে সে অভিমান করে জমিতে দেয়ার বিষ খেয়ে ফলে। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, বিষ পান করা দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত