চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার এল খান (আব্দুল লতিফ খান) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী হাসান প্রঃ বাবুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক পরিচয়ে আলী হাসান বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন এবং স্থানীয় শিক্ষার্থীদের অপকর্মে ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন।ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম প্রঃ আবু (পিতা- মৃত আবুল হাসেম, মাতা- মোছা. খতিজা বেগম) অভিযোগ করেন যে, গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আলী হাসান ও তার সহযোগীরা তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে হামলা চালান। হামলার সময় আবুল কালামের ছোট ভাই জাবেদ হোসেন সাদ্দামকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা (মামলা নং- ৭/২০২৪) দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি আলী হাসান বর্তমানে পলাতক থাকলেও তিনি নিয়মিত বিদ্যালয়ে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পুনরায় হামলা ও চাঁদাবাজির অভিযোগ ভুক্তভোগীরা আরও অভিযোগ করেছেন যে, গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে আলী হাসান আবারও তাদের বসতভিটা দখলের চেষ্টা করেন। এসময় তিনি মেরামতের কাজে বাধা প্রদান করেন এবং প্রকাশ্যে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এলাকাছাড়া হওয়ার হুমকি দেন তিনি। ভুক্তভোগীরা এ ঘটনার পর পুনরায় চান্দগাঁও থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। এই ঘটনা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়। শিক্ষার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তুলছেন, একজন সন্ত্রাসী মনোভাবাপন্ন ব্যক্তি কীভাবে বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষকের দায়িত্ব পালন করতে পারেন। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, আলী হাসানের সন্ত্রাসী কার্যকলাপ কোমলমতি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে, এই শিক্ষক তরুণ শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন, যাতে আলী হাসানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকার জনগণ আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা দপ্তর, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিক পদক্ষেপ নেয়, তাহলে হয়তো শিক্ষকতার মতো পবিত্র পেশাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে মুক্ত হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এমন পরিস্থিতিতে এলাকাবাসী এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আশা করছে, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com