চট্টগ্রাম চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসবাসরত মৃত আবুল হাসেমের পরিবারের উপর ভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলার প্রধান আসামি আলী হায়দার বর্তমানে কাতারে পলাতক রয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আলী হায়দারসহ আরও আটজন অভিযুক্ত ব্যক্তি এই হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জাভেদ হোসেন ওরফে সাদ্দাম চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রেকর্ড করা হয় ৭ ফেব্রুয়ারি, যার নম্বর ৭/তাং ৭/২/২০২৪ ইং।
আলীর নেতৃত্বে চালানো এই হামলায় অভিযোগ উঠেছে যে, তার দলবল মিলে জাভেদ হোসেনের পরিবারকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছে। আলী হায়দার, যিনি মামলার দ্বিতীয় প্রধান আসামি, ঘটনার পরপরই কাতারে পালিয়ে যান। পিতার নাম আব্দুল মোতালেব ওরফে ইয়াকুব আলী উল্লেখ করা এই আলী হায়দার দীর্ঘদিন ধরেই কাতারে থেকে স্থানীয়দের উপর বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। মামলার অন্য আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত থাকলেও, আলী হায়দার এবং এল এ খান স্কুলের শিক্ষক আলী হাসান এখনও পলাতক।
ভুক্তভোগী পরিবার থেকে জানানো হয়েছে, আলী হায়দার বিদেশে বসেই স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের উপর আরও মামলার ষড়যন্ত্র করছেন। সম্প্রতি দেশে ফিরে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি, যা ভুক্তভোগী পরিবারকে নতুন করে আতঙ্কিত করেছে। অভিযোগকারীর দাবি, আলী হায়দার দেশে ফেরার পর পুনরায় হামলা চালিয়ে আবারও কাতারে ফিরে যেতে পারেন। এ কারণে বাদীপক্ষ আইজিপির কাছে একটি লিখিত আবেদন করেছে, যাতে আলী হায়দার দেশে ফেরার সময় বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর লক্ষ্যে তার পাসপোর্ট নম্বর E B 0249209 দিয়ে অভিযোগ দাখিল করা হয়েছে।
ভুক্তভোগী আবুল কালামের ভাষ্য অনুযায়ী, "আলী হায়দার একজন উগ্র মনোভাবের মানুষ, যিনি দেশে ফিরলে আমাদের উপর বড় ধরনের হামলা চালানোর আশঙ্কা রয়েছে। তার পরিবার ইতোমধ্যেই দেশে ফিরে আমাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করার হুমকি দিচ্ছে। আমরা আইনের আশ্রয়ে নিরাপত্তা চাইছি।" প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় আলী হায়দার ও তার সহযোগীদের প্রভাব ব্যাপক। তারা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে দুর্বল পরিবারগুলোকে উচ্ছেদ ও হয়রানি করে আসছে। এলাকাবাসীও এই ধরনের হামলা এবং শক্তিশালী প্রভাবশালী ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে।
এ বিষয়ে আলী হায়দারের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তিনি বিদেশে পলাতক রয়েছেন। তবে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। চান্দগাঁও থানা পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com