প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৬:২৫ পি.এম
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা বন্ধ করতে বলায় প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত-৪

মাদক ব্যবসা বন্ধ করতে বলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ থানার লিখিত অভিযোগ ও সাংবাদিক রাসেল জানায়, বেশ কিছু দিন ধরে আমার পার্শ্ববর্তী বাড়ির লোক মাদক ব্যবসা করে আসছে৷ সাবেক ইউপি সদস্য মোঃ ফয়েজ আহাম্মদের নেতৃত্বে তার ছেলে, ভাতিজা এবং এলাকার কিছু চিহ্নিত লোক মাদক ব্যবসা, চিনি, কাপড় ইত্যাদি করে আসছে৷ তারা আমার বসত বাড়ির পাশের রাস্তা দিয়ে রাতের অন্ধকারে মাদক আনা নেওয়া করে। আমি তাদেরকে মাদক পরিবহন করতে দেখেছিলাম এবং মাদক ব্যবসা না করার জন্য অনুরোধ করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয় তারা৷ আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদানসহ মারধর করার সুযোগ খুজছিল তারা। এরই ধারাবাহিকতায় গত-৩১ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জামতলী পূর্বপাড়া মুদি দোকানের সামনে আসলে আমার উপর হামলা করে তারা। এ সময় মোঃ ফয়েজ আহাম্মদ (৬০), পিতা-মৃত আব্দুল অলি মেম্বার, মোঃ গোলাম কিবরিয়া (৩৭), পিতা-মোঃ ফয়েজ আহাম্মাদ, মোঃ আল-মামুন (২৮), পিতা-মোঃ হিরন মিয়া, মোঃ হিরন মিয়া (৬৫), পিতা-মৃত কামাল উদ্দিন, মোঃ গোলাম সানদানী (৩৩), মোঃ গোলাম জিলানী (৩০), উভয় পিতা-মোঃ ফয়েজ আহাম্মদ, মোঃ ফজলু মিয়া (৫৫), মোঃ সামছু মিয়া (৪৮), উভয় পিতা-মৃত আব্দুল অলি মেম্বার, মোঃ জুবায়ের (১৯), পিতা-মোঃ সামছু মিয়া। মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-মোঃ মমিন মিয়া, মোঃ ফিরোজ মিয়া (৬৫), পিতা-মৃত আব্দুল অলি মেম্বার, মোঃ আবুল হোসেন (৩০), মোঃ জাকারিয়া (২৮), উভয় পিতা-মোঃ ফিরোজ মিয়া, সবাই জামতলী (অলি মেম্বারের বাড়ী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাসহ অজ্ঞাতনামা আরো ২০/২২ জন বাশের লাঠি, রড, দা, সহ পাইপ দিয়ে আমার বাবা মোঃ মিজানুর রহমান (৬০) ছোট ভাই মোঃ শাকিল (২২) মোঃ সিয়াম (১৯) কে আহত করে তারা৷ আমার অপরাধ আমি একজন সাংবাদিক, আমি মাদকের বিরুদ্ধে কথা বলায় আমার পরিবারের সদস্যদের এবং আমাকে প্রানে মেরে ফেলার জন্য এ হামলা চালায় তারা৷ বর্তমানে আমার বাবার অবস্থা ভাল না সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ আমি এবং আমার দুই ভাই ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছি৷ এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে৷ এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য মোঃ ফয়েজ আহাম্মদ বলেন, রাসেল আমার এক ভাতিজাকে তাদের বাড়িতে না যাবার জন্য বলে, আমি রাসেল কে কারন জানতে চাইলে রাসেল, তার দুই ভাই এবং তার বাবা আমাদের উপর হামলা চালায়৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত